সাবেক এমপি জর্জের কার্যালয় ভাঙচুর-লুটপাট

3 hours ago 4

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের ব্যক্তিগত কার্যালয়ে দুই দফা ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে এবং বৃহস্পতিবার দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা এ ভাঙচুর চালায়।

সরেজমিন দেখা যায়, কুমারখালী পাবলিক লাইব্রেরির সামনে তিনতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় সাবেক এমপি জর্জের ব্যক্তিগত কার্যালয়। কার্যালয়ের দরজা, জানালা, আসবাবপত্র, এসিসহ যাবতীয় জিনিসপত্রের ভাঙা অংশ যত্রতত্র ছড়িয়ে ছিটে আছে। কয়েক শিশু এসব ভাঙা অংশের টুকরা খুঁজছে। এসময় প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সটকে যায়।

jagonews24

স্থানীয়রা জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পালিয়ে যান সাবেক এমপি জর্জ ও তার সমর্থকরা। সেদিন প্রথম দফায় জর্জের কার্যালয়ে বাইরে থেকে ভাঙচুর করে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা। বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুপুরে কার্যালয়ের ভেতরে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়।

বর্তমানে সাবেক এমপি জর্জ একাধিক হত্যা ও রাজনৈতিক মামলায় কুষ্টিয়া কারাগারে রয়েছেন।

jagonews24

জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলার সদস্য সচিব আসাদুজ্জামান আলী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ফেসবুকে বক্তব্য দেওয়ার প্রতিবাদে সাবেক এমপি জর্জের কার্যালয়ে ভাঙচুর করেছে ছাত্র-জনতা। তবে কোনো লুটপাটের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আল-মামুন সাগর/এসআর/জেআইএম

Read Entire Article