ফরিদপুরে চাঁদাবাজি ও হত্যা মামলার আসামি সিকদার লিটনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ফরিদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিকদার লিটন আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরআজমপুর এলাকার মৃত সিদ্দিক সিকদারের ছেলে। তিনি আওয়ামী লীগের সাবেক এমপি মঞ্জুর হোসেন বুলবুলের পিএস ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত মঞ্জুর হোসেন বুলবুল ক্ষমতায় থাকাকালীন তার পিএস হিসেবে পরিচয় দিতেন। এ ছাড়া আওয়ামী লীগ নেতা এবং কেন্দ্রীয় তাঁতী লীগের নেতা হিসেবেও পরিচয় দিয়ে বেড়াতেন। আওয়ামী লীগের আমলে তৎকালীন এমপির ছত্রছায়ায় নানা অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে সিকদার লিটনের বিরুদ্ধে। এ ছাড়া গত বছরের ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টা, প্রতারণা ও ভাঙচুর ও নাশকতার একাধিক মামলা রয়েছে।
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিকদার লিটনের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, চাঁদাবাজি ও প্রতারণাসহ ডজন খানেক মামলা রয়েছে। তবে সম্প্রতি কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের পর শিকদার লিটনকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।