সাবেক এমপি মহিউদ্দিন তিন দিনের রিমান্ডে

10 hours ago 4
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুর রউফ হত্যা মামলায় ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তের জন্য তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম মিলি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৮ জানুয়ারি মহিউদ্দিনকে উত্তরা ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।  তার বিরুদ্ধে মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টর এলাকায় আন্দোলনে অংশ নেন আব্দুর রউফ (২৬)। এরপর আসামিদের ছোড়া গুলিতে আহতে হয়ে হাসপাতালে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৮ জানুয়ারি রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটা হত্যা মামলা করেন নিহত রউফের ভাই। এ মামলায় মহিউদ্দিনকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে।
Read Entire Article