সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বকর গ্রেপ্তার

চট্টগ্রামের সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বক্কর চৌধুরীকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নগরের জাকির হোসেন সড়ক এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আবু বক্করকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবু বকর চৌধুরী (৫০) মৃত বোচন মিয়ার ছেলে। গোয়েন্দা পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। তিনি পলাতক সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী এবং ওয়ার্ড আ. লীগ নেতা। মামলার নথি অনুযায়ী, গত ১৮ মার্চ এজাজ খান নামে এক ব্যক্তি মোট ৫৩ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে আসামি করে মামলা করেন। এতে সাবেক এমপি মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু এবং সাবেক সিসিসি মেয়র আজম নাছির উদ্দিনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অভিযোগ আনা হয়— তারা গত বছরের ১৮ জুলাই শিক্ষার্থী-নেতৃত্বাধীন বৈষম্যবিরোধী

সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বকর গ্রেপ্তার
চট্টগ্রামের সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর সহযোগী আবু বক্কর চৌধুরীকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নগরের জাকির হোসেন সড়ক এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আবু বক্করকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবু বকর চৌধুরী (৫০) মৃত বোচন মিয়ার ছেলে। গোয়েন্দা পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। তিনি পলাতক সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী এবং ওয়ার্ড আ. লীগ নেতা। মামলার নথি অনুযায়ী, গত ১৮ মার্চ এজাজ খান নামে এক ব্যক্তি মোট ৫৩ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে আসামি করে মামলা করেন। এতে সাবেক এমপি মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু এবং সাবেক সিসিসি মেয়র আজম নাছির উদ্দিনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অভিযোগ আনা হয়— তারা গত বছরের ১৮ জুলাই শিক্ষার্থী-নেতৃত্বাধীন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালিয়ে হত্যাচেষ্টা করেন। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়। চান্দগাঁও থানা পুলিশের ওসি জাহেদুল কবির কালবেলাকে বলেন, মাঝরাতে আওয়ামী লীগ নেতা আবু বকরকে থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। তিনি চান্দগাঁও থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টার ও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর মামলার এজাহারভুক্ত আসামি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow