বুলগেরিয়ার শীর্ষ লিগে ঘটে গেলো অদ্ভুত এক ঘটনা। সাবেক এক খেলোয়াড়ের মৃত্যুর খবর পেয়ে ম্যাচের আগে পালন করা হলো এক মিনিটের নীরবতা। পরে জানা গেলো সেই খেলোয়াড় জীবিত! এমন কাণ্ডে পরে ক্ষমা চেয়েছে আর্দা কারজালি নামের সেই ফুটবল ক্লাব।
রবিবার বুলগেরিয়ান লিগে কারজালির প্রতিপক্ষ ছিল লেভস্কি সোফিয়া। যাকে মৃত ভেবে নীরবতা পালন করা হয় তার নাম পেতকো গানচেভ। কিক অফের আগে গানচেভের স্মরণেই সেন্টার সার্কেলে... বিস্তারিত