সাবেক ছাত্রদল নেতা মাহবুব হলেন নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক 

4 hours ago 12

নতুন দল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মাহির। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে পার্টির আত্মপ্রকাশের ঘোষণায় দলের ৩নং যুগ্ম আহ্বায়ক হিসেবে মাহবুব আলম মাহিরের নাম ঘোষণা করা হয়।

মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে হাজী মুহাম্মদ মহসীন হলের এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকত্তোর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি আস্ট্রেলিয়ার University of Wollongong (UOW) থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন।

Read Entire Article