সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রিমান্ডে 

3 hours ago 5

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর রহমানকে দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত বলেন, কারাগারে থেকে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মো. হাসানুজ্জামান ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে দুই দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এর আগে গত ২৩ জানুয়ারি রাতে রাজধানীর সাইন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ। পরে এদিনই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর শেখ হাসিনাসহ ১০৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। মামলায় ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

Read Entire Article