সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে অগ্নিসংযোগ

2 hours ago 3

রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার আড়ানীর বাসভবনে এ অগ্নিসংযোগ করা হয়।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাসার সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে তারা শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেয়।

প্রত্যক্ষদর্শী আল নাহিয়ান জানান, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিদ্বেষ ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে সারাদেশের মতো রাজশাহীতেও বিক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ ছাত্র-জনতা। এরই অংশ হিসেবে স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, একদল বিক্ষুব্ধ জনতা শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করে, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা এখানেই অবস্থান করছি।

Read Entire Article