সাবেক প্রেমিককে চেনেন না বিপাশা

3 months ago 17

একসময় বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন জন আব্রাহাম ও বিপাশা বসু। ২০০৩ সালে ‘জিসম’ ছবির সেটে প্রেমে পড়েন তারা। দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি ঘটে ২০১১ সালে। তাদের বিচ্ছেদ ছিল তখন তুমুল চর্চার বিষয়। আর সেই সম্পর্ক ভাঙার পেছনে নানা জল্পনাও তৈরি হয়েছিল।

জন ও বিপাশা দুজনেই আলাদা সাক্ষাৎকারে নিজেদের মত করে বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করেছিলেন। তবে বেশ কয়েকবার বিপাশা ইঙ্গিত দিয়েছিলেন যে সম্পর্কটা মোটেই সুখের ছন্দে শেষ হয়নি।

সেই অতীত আবারও আলোচনায় এলো বিপাশার একটি পুরনো মন্তব্য ঘিরে। ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে তাকে বলিউড অভিনেতাদের ‘হটনেস’ স্কোর দিতে বলা হয়েছিল। অনিল কাপুরকে তিনি ৭ নম্বর দিলেও, যখন প্রশ্ন এলো জন আব্রাহাম সম্পর্কে, তখন রীতিমতো অবজ্ঞাসূচক ভঙ্গিতে বিপাশা বলেন, ‘হু জন আব্রাহাম?’ অর্থাৎ নিজের সাবেক প্রেমিককে চিনতেও রাজি নন তিনি!

সাবেক প্রেমিককে চেনেন না বিপাশা

এই বক্তব্য স্পষ্টভাবে বুঝিয়ে দেয়, প্রাক্তন সম্পর্কে ফিরে তাকাতে একদমই রাজি ছিলেন না তিনি। এমনকি অনেকেই মনে করেন, এটা ছিল জনকে উদ্দেশ্য করে একটি কটাক্ষ।

বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে বিপাশা বলেছিলেন, ‘প্রতারণা, বিশ্বাসভঙ্গ বা প্রতিদ্বন্দ্বিতা যেভাবে সম্পর্ককে নষ্ট করে দেয়, তা কখনও সত্যিকারের বন্ধুত্বে ফিরতে দেয় না।’ অনেকেই মনে করেন, এই কথার মাধ্যমে তিনি ইঙ্গিত করেছিলেন যে জন তার সঙ্গে সম্পর্কের সময় বিশ্বাসঘাতকতা করেছিলেন।

তবে এখন অতীত পেছনে ফেলে দুজনেই নিজের জীবনে স্থিত। জন ২০১৪ সালে বিনিয়োগ উপদেষ্টা প্রিয়া রাঞ্চালকে বিয়ে করেন। অন্যদিকে ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ওর নাম দেবী।

এলআইএ/এমএস

Read Entire Article