সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৪

2 hours ago 6

মানিকগঞ্জের শিবালয়ে পৃথক স্থানে অভিযান চালিয়ে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ চার জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি বলে জানিয়েছে শিবালয় থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বোয়ালীপাড়া এলাকা থেকে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার (৪০) ও তার স্বামী মো. লিটন খান (৫২) কে আটক করা হয়। রুনা আক্তার শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং লিটন খান উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

একইদিন নিহালপুর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শিবালয় উপজেলার সাবেক আহ্বায়ক হাজী খন্দকার মিজানুর রহমানকে (৪৩) আটক করে পুলিশ।

অন্যদিকে, অন্বয়পুর এলাকা থেকে মানিকগঞ্জ জেলা যুবলীগের সদস্য বিএম আকরাম হোসেন মজনুকে (৪২) আটক করা হয়।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন, বিভিন্ন মামলার তদন্তের স্বার্থে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article