সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা কামাল সিদ্দিকী মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সরকারের এক তথ্যবিবরণীতে তার মৃত্যুর খবর জানানো হয়। আজ (সোমবার) বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।
তিনি সিএসপি ১৯৬৮ ব্যাচ হিসেবে সিভিল সার্ভিসে যোগ দেন। কামাল সিদ্দিকী মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
কামাল সিদ্দিকী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মন্ত্রিপরিষদ সচিব ও পিএটিসির রেক্টরের দায়িত্বও পালন করেছেন।
তিনি জাতিসংঘের শিশু অধিকার কমিটির নির্বাচনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত হন। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

14 hours ago
5









English (US) ·