সাবেক রেলমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

1 week ago 7

কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা তোফায়েল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বাসে পেট্রোল বোমা ছুড়ে আটজনকে পুড়িয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরের দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ।

তোফায়েল বুসয়ারা গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। মুজিবুল হকের আত্মীয় হওয়ায় বিগত সময়ে তার হয়ে চৌদ্দগ্রামে ঠিকাদারিসহ চাঁদাবাজি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ আছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় বাসে পেট্রোল বোমা ছোড়ায় আটজন নিহত হন। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মো. আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার আদালতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, তৎকালীন আইজিপি এ কে এম শহীদুল হক, র‍্যাবের তৎকালীন ডিজি বেনজীর আহমেদ, কুমিল্লার তৎকালীন পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। 

এতে অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় ১৫ নম্বর আসামি করা হয় তোফায়েল হোসেনকে। এ ছাড়া কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া আরও একটি মামলার আসামি তিনি।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ জানান, মামলা পর থেকে সাবেক রেলমন্ত্রীসহ তোফায়েল আত্মগোপনে চলে যান। আজ ভোরের দিকে  নিজ গ্রাম থেকে তোফায়েলকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Read Entire Article