সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়ি ভাঙচুরের ঘোষণা গুজব

2 hours ago 3
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘোষণাটি গুজব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক প্লাটফর্মে হামলার ঘোষণা দেওয়া হয়।  ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সংঘটিত হওয়ার কথা। এরপর থেকে চট্টগ্রাম নগরের চশমা হিল ও ষোলশহর রেলস্টেশন এলাকায় উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ বলেছে এ ঘোষণা গুজব। পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান কালবেলাকে বলেন, নওফেল ও রনির বাড়ি ভাঙচুরের ঘোষণা গুজব। আমরা ঘটনাস্থলে টিম মোতায়েন করেছি। সেখানে সবকিছুই স্বাভাবিক রয়েছে। এদিকে, চশমা হিল এলাকায় নওফেল পরিবারের বাসভবনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ায়। হামলার শঙ্কায় সেখানে অনেক বাসিন্দাই সকাল থেকেই বাড়ির আশপাশে অবস্থান নিতে শুরু করেন। তবে দুপুর ৩টা পর্যন্ত হামলার কোনো ঘটনা ঘটেনি। অন্যদিকে নুরুল আজিম রনি ওই পোস্টের এক কমেন্টে লিখেছেন, সারা বাংলাদেশে প্রথমে কারও ঘর ভাঙচুর করলে সেটা আমারই ঘর। তারিখটা হচ্ছে ১৬ জুলাই। এরপরেও তোদের খায়েশ মিটে নাই। যা বাকি আছে ভেঙে ফেল। তবে মনে রাখিস আমি ফিরবই, আমরা ফিরবই। তবে এলাকাবাসীর রোষানলে কেউ মরে গেলে আমি দায়ী না।
Read Entire Article