সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন কারাগারে

2 hours ago 2

রাজধানীর পল্লবী থানার আকরাম হোসেন রাব্বি হত্যা মামলায় মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সাফিয়া খাতুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাব এ আদেশ দেন।

সোমবার (২ ডিসেম্বর) পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই ওহিদউজ্জান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১ ডিসেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার পুলিশ পরিদর্শক আদিল হোসেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৩০ নভেম্বর রাজধানী পল্লবী থানার বালুঘাট এলাকায় মিছিলের প্রস্তুতির সময় সাফিয়া খাতুনকে পুলিশ গ্রেফতার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ এলাকায় ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন আকরাম খান রাব্বি। বিকাল ৫ টার দিকে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সম্মিলিত আক্রমণে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় গত ২৫ আগস্ট পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় সাফিয়া খাতুন সন্দিগ্ধ আসামি।

জেএ/এসআইটি/জিকেএস

Read Entire Article