সাবেক সচিব ইসমাইল হোসেন রিমান্ড শেষে কারাগারে

5 hours ago 3

বিদেশ গমনের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেপ্তার সমাজকল্যাণ ও খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. ইসমাইল হোসেনকে দুদিনের পুলিশ রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামি ইসমাইল হোসেনকে দুদিনের রিমান্ড শেষে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এর আগে জিডিমূলে গ্রেপ্তারের পর গত ২১ ডিসেম্বর তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াকের আদালত।

বিগত সরকারের অবৈধ কাজে সহায়তা ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে অভিযুক্ত সাবেক এই সচিব ব্যাপক দুর্নীতি ও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।
 
বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য সাবেক এই সচিবকে গত ২০ ডিসেম্বর গ্রেপ্তার করে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।

Read Entire Article