সাবেক সচিব লতিফুল বারির মৃত্যু
সাবেক সিএসপি কর্মকর্তা ও সাবেক সচিব কাজী গোলাম মুরশেদ লতিফুল বারি মারা গেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত কারণে নানা অসুখে ভুগছিলেন তিনি। শোকাহত পরিবার এবং বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন সাবেক এ সচিব। গত ১৯৩৩ সালের ৭ আগস্ট জন্ম নেওয়া এই বরেণ্য ব্যক্তিত্বের ইন্তেকালে জাতি এক নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তাকে হারাল। কর্মজীবনে লতিফুল বারি বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ‘আইজেনহাওয়ার ফেলো’ হিসেবে পরিচিত ছিলেন। এ ছাড়াও, দেশের ইতিহাস ও ভূগোলে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে লতিফুল বারির। ১৯৭৯ সালে যশোর ও বগুড়া জেলার মানচিত্র সম্পাদনার গুরুদায়িত্ব পালন করেছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন ভ্রমণপ্রিয়। দেশ ও সমাজের প্রতি অবিচল নিষ্ঠা ও সততার জন্য তিনি সর্বমহলে শ্রদ্ধার পাত্র ছিলেন। লতিফুল বারির মৃত্যুতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও সাবেক সিএসপি কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন গভীর শোক প্রকাশ করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনাস
সাবেক সিএসপি কর্মকর্তা ও সাবেক সচিব কাজী গোলাম মুরশেদ লতিফুল বারি মারা গেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত কারণে নানা অসুখে ভুগছিলেন তিনি। শোকাহত পরিবার এবং বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন সাবেক এ সচিব।
গত ১৯৩৩ সালের ৭ আগস্ট জন্ম নেওয়া এই বরেণ্য ব্যক্তিত্বের ইন্তেকালে জাতি এক নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তাকে হারাল। কর্মজীবনে লতিফুল বারি বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ‘আইজেনহাওয়ার ফেলো’ হিসেবে পরিচিত ছিলেন।
এ ছাড়াও, দেশের ইতিহাস ও ভূগোলে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে লতিফুল বারির। ১৯৭৯ সালে যশোর ও বগুড়া জেলার মানচিত্র সম্পাদনার গুরুদায়িত্ব পালন করেছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন ভ্রমণপ্রিয়। দেশ ও সমাজের প্রতি অবিচল নিষ্ঠা ও সততার জন্য তিনি সর্বমহলে শ্রদ্ধার পাত্র ছিলেন।
লতিফুল বারির মৃত্যুতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও সাবেক সিএসপি কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন গভীর শোক প্রকাশ করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।
What's Your Reaction?