সাবেক স্বামীর মৃত্যুর দুই সপ্তাহ পর মুখ খুললেন কারিশমা

2 months ago 8

বলিউড তারকা কারিশমা কাপুরের কাপুরের স্বামী সঞ্জয় কাপুর গত ১২ জুন লন্ডনে মৃত্যুবরণ করেন। ২০০৩ সালে শিল্পপতি সঞ্জয়ের সঙ্গে বিরাট আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিশমা। তবে তাদের সে সম্পর্ক খুব একটা সুখের হয়নি। ১৪ বছর সংসার করার পর ২০১৬ সালে কারিশমা-সঞ্জয়ের সংসার জীবনের সমাপ্তি ঘটে।

কিন্তু সাবেক স্বামীর মৃত্যুর পর এক অন্য কারিশমাকে দেখেন সবাই। সাবেক শ্বশুরবাড়িতে যাওয়া থেকে সঞ্জয়ের শেষকৃত্য বা স্মরণসভা- দুই ছেলেমেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন এ অভিনেত্রী। বোনের জীবনের এমন কঠিন সময়ে পাশে ছিলেন কারিনাও। যদিও একয়দিনে কোথাও কথা বলতে দেখা যায়নি তাকে। অবশেষে নীরবতা ভাঙলেন কারিশমা।

চলতি মাসে সঞ্জয়ের মৃত্যু, আবার এ মাসেই জন্মদিন কারিশমার। এ বছর নিজের জন্মদিন পালনও করেননি অভিনেত্রী। বোনের জন্মদিনে শুভেচ্ছাবার্তায় বোন কারিনা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘জানি সময়টা কঠিন, কিন্তু ঠিক পেরিয়ে যাবে।’ কারিশমা নিজে সোশ্যাল মিডিয়ায় শেষবার পোস্ট করেছিলেন সঞ্জয়ের মৃত্যুর ঠিক একদিন আগে। তারপর থেকে আর কোনো কিছু লেখেননি কারিশমা। এ দিকে সঞ্জয়ের শ্রাদ্ধের কাজ শেষ হয়েছে। দুই ছেলেমেয়েকে নিয়ে দিল্লি থেকে মুম্বাই ফিরে এসেছেন।

গত বুধবার (২৫ জুন) ছিল কারিশমার জন্মদিন। ভক্ত-অনুরাগীদের কাছ থেকে এ উপলক্ষে অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন এ অভিনেত্রী। তিনিও এ ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘এতটা পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে কৃতজ্ঞতা।’

এমএমএফ/জিকেএস

Read Entire Article