প্রায় সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৬৫৩ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৫ মে) মামলার বিষয়টি দুদকের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন দায়িত্ব পালন কালে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৮৫০ টাকার সম্পদ অর্জন করেছেন।
এছাড়া ২৮টি ব্যাংক হিসাবে মোট ৬৫৩ কোটি ১৬ লাখ ৯০ হাজার ৯৭০ টাকার অস্বাভাবিক ও সন্দেহজন সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে তার স্ত্রী মেহবুবা আলমের বিরুদ্ধে ২ কোটি ২২ লাখ ৩৬ হাজার ৮২৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা: মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১১ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়।
এসএম/এমএসএম

5 months ago
38









English (US) ·