রিয়েলিটি শো তারকা সাব্বির জামান। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের জন্যও নিয়মিত গান বেঁধে থাকেন।
সেই ধারাবাহিকতায় সাব্বিরের সুর-সংগীতে ২৮ নভেম্বর প্রকাশ হয়েছে তামান্না প্রমির কণ্ঠে প্রেমময় গানচিত্র ‘খুব আদরে’। এটি লিখেছেন এন আই বুলবুল। ভিডিও নির্মাণ করেছেন শান। যাতে প্রমির সঙ্গে আছেন সাব্বির নিজেও।
মিউজিক আলফার ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকে গানটি থেকে দারুণ সাড়া পাচ্ছেন বলে জানান... বিস্তারিত