বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ তুলে সাভারের এসিল্যান্ড রাসেল নুরের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা এ বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা প্রথমে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন, পরে তারা উপজেলা চত্বরে গিয়ে মূল ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকালে ছাত্রদের ওপর গুলির নির্দেশ দেন এই কর্মকর্তা। এছাড়াও নিরপেক্ষ ভূমিকা না করে স্বৈরাচার সরকারের পক্ষে ন্যাক্কারজনক অবস্থান নেন তিনি।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসেন।
বিক্ষুদ্ধ শিক্ষার্থী আসাদুল ইসলাম মুকুল বলেন, আওয়ামী দোসরদের সহযোগিতা করে এখনও বহাল রয়েছে এ কর্মকর্তা। হত্যার হুকুম দিলেও এখনও পর্যন্ত কোথাও কোনো মামলা হয়নি। যার হাত আমার ভাইয়ের রক্তে রঙিন, সে কিভাবে বহাল থাকে স্বাধীন দেশে। দ্রুত তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহফুজুর রহমান নিপু/এফএ/জেআইএম