সাভারে কুপিয়ে হত্যা: একজনের দায় স্বীকার, অপরজন কারাগারে

2 months ago 84

সাভারে প্রকাশ্যে রুবেল মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার আসামি বাশার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১১ জুন) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এছাড়া অপর আসামি ওবায়দুলকে কারাগারে পাঠানো হয়েছে। তারা দুজনই সাভার পৌরসভার আড়াপাড়া কামাল রোড বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন শেখের ছেলে।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এসময় আসামি বাশার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। তবে অপর আসামি ওবায়দুলকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নিহত রুবেল মিয়া সাভার পৌর এলাকার মৃত রহমত আলীর ছেলে। তার পরিবারের অভিযোগ, গত ৬ জুন রাতে ঈদের বাজার করার সময় বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের পেছনে স্ত্রী-সন্তান ও মায়ের সামনে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায় বাশার ও ওবায়দুল।

পরে স্থানীয়রা আহতাবস্থায় রুবেলকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাভার থানায় হত্যা মামলা করা হয়।

এমআইএন/এমএএইচ/এমএস

Read Entire Article