সাভারে নিহত ২৫, দুই শতাধিক গুলিবিদ্ধ

1 month ago 17

সাভারে সংঘর্ষে এখন পর্যন্ত ২৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন প্রায় দুই শতাধিক মানুষ। নিহতদের মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (৫ আগস্ট) দিনভর সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

সাভারের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায়, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮, নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ৩, গণস্বাস্থ্য কেন্দ্রে ৬, হ্যাপি জেনারেল হাসপাতালে ১, হাবিব ক্লিনিকে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ওইসব হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শতাধিক মানুষ।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজার ইউসুফ আলী বলেন, আহতদের অনেকেই ঝুঁকিপূর্ণ রয়েছে। নিহতদের মধ্যে দুজন অজ্ঞাত। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের অপারেশন ম্যানেজার হারন-অর-রশিদ জানান, তিন মরদেহের মধ্যে একজনের পরিচয় পাওয়া যাচ্ছে না। থানা পুড়িয়ে দেওয়ায় মরদেহটি নিয়ে বিপাকে রয়েছি। এছাড়া হাবিব ক্লিনিকেও অজ্ঞাত দুজনের মরদেহ পড়ে রয়েছে।

মাহফুজুর রহমান নিপু/জেডএইচ/জেআইএম

Read Entire Article