সাভারে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

2 weeks ago 16

ঢাকার সাভারে বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকারের মৃত্যুতে চালককে গ্রেফতারসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করছে তার সহপাঠীরা।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেন অবরোধ করে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি শুরু করেন।

সাভারে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

গতকালও মহাসড়কটি অবরোধ করে দায়ীদের গ্রেফতার ও সর্বোচ্চ বিচারের দাবিতে মহাসড়কটি একঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তারা। পরে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

মাহফুজুর রহমান নিপু/আরএইচ/এএসএম

Read Entire Article