সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা-চলন্ত প্রাইভেটকারের কাঁচ ভাংচুর
সাভারে বিরুলিয়া ইউনিয়নের একটি সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় একটি চলন্ত প্রাইভেটকারের কাঁচ ভাংচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার ভোরে ওই ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় আকরাইন থেকে সাভার সড়কে এঘটনা ঘটে। এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশের দাবি, সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাওয়ায় ডাকাতদলের সদস্যরা পালিয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে একটি প্রাইভেটকারে যাচ্ছেন কয়েক ব্যক্তি। তাঁরা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। একপর্যায়ে তাদের মধ্যে একজন সড়কের পাশে ধারালো দেশীয় অস্ত্র হাতে দুইজনসহ তিনজনকে দেখতে পেয়ে গাড়ির ভেতর থেকে বলেন চুরি করস না মার্ডার করস। অপর একজন বলেন ডাকাত নাকি। আরেকজন গাড়ি দ্রুত চালাতে বলেন। এরপর কিছুদূর যাওয়ার পর সড়কের অধিকাংশ জায়গা জুরে একটি গাছ আড়াআড়িভাবে ফেলে রাখায় প্রাইভেটকার এবং সামনের একটি ট্রাক গতি কমিয়ে দেন। এসময় গাড়ির কাঁচ ভাংচুরের শব্দ শোনা যায়। প্রাইভেটকারের চালক আড়াআড়িভাবে ফেলে রাখা গাছের একপাশে সড়কের ফাঁকা স্থান দিয়ে দ্রুতগতিতে চলে যান। ফেলে রাখ
সাভারে বিরুলিয়া ইউনিয়নের একটি সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় একটি চলন্ত প্রাইভেটকারের কাঁচ ভাংচুরের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার ভোরে ওই ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় আকরাইন থেকে সাভার সড়কে এঘটনা ঘটে। এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
পুলিশের দাবি, সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাওয়ায় ডাকাতদলের সদস্যরা পালিয়ে যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে একটি প্রাইভেটকারে যাচ্ছেন কয়েক ব্যক্তি। তাঁরা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। একপর্যায়ে তাদের মধ্যে একজন সড়কের পাশে ধারালো দেশীয় অস্ত্র হাতে দুইজনসহ তিনজনকে দেখতে পেয়ে গাড়ির ভেতর থেকে বলেন চুরি করস না মার্ডার করস। অপর একজন বলেন ডাকাত নাকি। আরেকজন গাড়ি দ্রুত চালাতে বলেন। এরপর কিছুদূর যাওয়ার পর সড়কের অধিকাংশ জায়গা জুরে একটি গাছ আড়াআড়িভাবে ফেলে রাখায় প্রাইভেটকার এবং সামনের একটি ট্রাক গতি কমিয়ে দেন। এসময় গাড়ির কাঁচ ভাংচুরের শব্দ শোনা যায়। প্রাইভেটকারের চালক আড়াআড়িভাবে ফেলে রাখা গাছের একপাশে সড়কের ফাঁকা স্থান দিয়ে দ্রুতগতিতে চলে যান। ফেলে রাখা গাছের অপর পাশে একটি ট্রাক থামা অবস্থায় দেখা যায়।
প্রাইভেটকারে থাকা মাহমুদুল হাসান সাকিব বলেন, ঘটনার দিন আমাদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান ছিলো। ওই অনুষ্ঠানে বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলালের ছেলে আমাদের বন্ধু অর্নবও এসেছিলো। রাত ৩ টার দিকে কয়েকজন মিলে প্রাইভেটকারে করে তাকে বাসায় পৌঁছে দিতে গিয়েছিলাম। কালিয়াকৈরের আগে ঢালু জায়গায় পৌছানোর পর ডাকাতদের দেখতে পাই। ডাকাতেরা ডাকাতি করতে পারেনি শুধু গাড়ির গ্লাস ভেঙে ফেলেছে।
এবিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, শুক্রবার ভোর রাত ৪ টার দিকে দায়িত্বপালন অবস্থায় হটাৎ দেখি সড়কে গাড়ি চলাচলের গতি কিছুটা কমে গেল। সামনে গেলে এক ব্যক্তি জানান সড়কে গাড়ি থামানো হচ্ছে। ৪০০ থেকে ৫০০ গজ সামনে যাওয়ায় পর দুইজন লোক সড়ক থেকে জঙ্গলের দিলে দৌঁড়ে পালিয়ে যায়। ডাকাতেরা গাড়ি থামালেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় ডাকাতি করতে পারেনি। তাঁদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুতই তাঁদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
What's Your Reaction?