সাভারের ছাত্রলীগ নেতা গোপালগঞ্জে গ্রেপ্তার

4 hours ago 4
সাভারে জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের পর গোপালগঞ্জে আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান ওরফে রুবেল মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ৮ ঘণ্টার অভিযান শেষে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে জেলার সদর থানাধীন চর গোবরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ্ মো. আনসার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্র ও নিরীহ জনতার ওপর চালানো হত্যাযজ্ঞের মূলহোতা সাভার এলাকার খুনি ও সন্ত্রাসী উপজেলা চেয়ারম্যান সমর ও রাজিবের ডান হাত ছিলেন রুবেল। তিনি ৫ আগস্টের পর গোপালগঞ্জে আত্মগোপনে ছিলেন। অভিযানের নেতৃত্ব ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মাহবুবু আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এবং গোপালগঞ্জ জেলার ডিবি পুলিশ ও সদর থানার কর্মকর্তাদের সমন্বয়ে একটি চৌকস দল।  তারা সোমবার রাত আনুমানিক আড়াইটা থেকে আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা অভিযানে তাকে গ্রেপ্তার করে।  ওই কর্মকর্তা আরও জানান, জুলাই-আগস্টের ঘটনার পরে গোপালগঞ্জে আত্মগোপনে ছিলেন বলে স্বীকার করেছে রুবেল। সাভার মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রুবেল মন্ডল জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের এজাহার নামীয় একাধিক মামলার পলাতক আসামি। জানা গেছে, আসামিকে হেফাজতে নেওয়ার জন্য সাভার থানার মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার উদ্দেশ্যে রওনা করেছেন।
Read Entire Article