অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ও গবেষক সামছুল আলম সাদ্দামের দশম বই ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাত বীরশ্রেষ্ঠ’। বইটির প্রচ্ছদ এঁকেছেন মাহবুব আলম। প্রকাশিত হয়েছে বইবাজার প্রকাশনী থেকে।
বইটি সম্পর্কে সামছুল আলম সাদ্দাম বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি ঐতিহাসিক ঘটনা, যা ১৯৭১ সালে ঘটে। এ যুদ্ধে বাংলাদেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে এবং স্বাধীনতা অর্জন করে। মুক্তিযুদ্ধসহ সব পটভূমির আলোকে রচিত বইটি।’
বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। মেলায় বইবাজার প্রকাশনীর ২৪৩-২৪৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এ ছাড়া অর্ডার দেওয়া যাবে বিভিন্ন অনলাইন বুকশপ থেকে।
সামছুল আলম সাদ্দাম গভীর চিন্তাধারা ও সমাজ সচেতনতামূলক লেখার জন্য পরিচিত। তার জন্ম কুমিল্লার লক্ষীপদুয়া গ্রামে। বেড়ে ওঠা ঢাকায়। তিনি একাধারে লেখক, গবেষক ও সম্পাদক।
তিনি ক্যারিয়ারের অনেকটা সময় কাজ করেছেন ল’ ফার্মে। স্বপ্ন দেখেন সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৮ প্রকাশিত ৭ম বই ‘বিশ্বায়নের ভূ-রাজনীতি’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
এসইউ/জেআইএম