মাস তিনেক আগে মুক্তি পেয়েছিল সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’। বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি সিনেমাটি। তবে সালমান তো সালমানই, তিনি সবসময়ই ফিরতে মরিয়া। তারই প্রমাণ মিললো আরও একবার। নতুন সিনেমা আসছেন তিনি।
আচমকাই ভক্তদের চমকে দিলেন তিনি। নিজের পরের ছবি, ‘ব্যাটল অব গালওয়ান’-এর ঘোষণা তো দিলেনই, সেইসাথে প্রকাশ করলেন ছবির ফার্স্ট লুকও।
জানা গেছে, ২০২০... বিস্তারিত