সামরিক বাজেট বাড়ালে ন্যাটোর পতন ঘটবে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

2 months ago 8

ন্যাটো সদস্য দেশগুলোর সামরিক খাতে ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত ‘ধ্বংসাত্মক’ পরিণতি ডেকে আনবে এবং শেষ পর্যন্ত এই সামরিক জোটের পতন ঘটাবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

গত মাসে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলো তাদের সামরিক ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দেয়, যা পূর্ববর্তী ২ শতাংশ লক্ষ্য থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি।

পোল্যান্ড এই সিদ্ধান্তকে সমর্থন করে জানায়, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই লক্ষ্য অর্জন ‘দ্রুত সম্ভব’ না করলে তা ন্যাটোর জন্য ‘বড় ধরনের হুমকি’ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন>

ল্যাভরভ আরও বলেন, রাশিয়া সামরিক বাজেট কমানোর পরিকল্পনা করছে। বর্তমানে রাশিয়ার সামরিক ব্যয় জিডিপির ৬.৩ শতাংশ হলেও তা ভবিষ্যতে কমিয়ে আনার পথে দেশটি অগ্রসর হচ্ছে বলে জানান তিনি। আমরা কাল্পনিক হুমকির ভিত্তিতে নয়, বরং সাধারণ বোধ ও বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবো।

ন্যাটোর নতুন ব্যয় লক্ষ্যমাত্রা সব সদস্য রাষ্ট্রের সমর্থন পায়নি। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিত্সো বলেন, তার দেশ রাষ্ট্রীয় বাজেটের এক-পঞ্চমাংশ প্রতিরক্ষায় ব্যয় করতে পারবে না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ লক্ষ্যটিকে অযৌক্তিক এবং উল্টো ফলদায়ী বলে মন্তব্য করেন।

সূত্র: আরটি

এমএসএম

Read Entire Article