সামাজিক আন্দোলনের মাধ্যমে মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং দূর করবো

3 months ago 9

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা যদি আমার সঙ্গে থাকেন সামাজিক আন্দোলন গড়ে তুলবো কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং দূর করব, যদি না পারি তবে আমার নাম পাল্টিয়ে রাখবো, এটা সম্ভব যদি আপনারা আমার সঙ্গে থাকেন।

শনিবার (২৪ মে) মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে আলফা স্টার কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠানে তিনি একথা বলেন। আলফা স্টার ফাউন্ডেশন ও মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে।

স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. নূরে আলম নীরব ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান।

আবদুস সালাম বলেন, আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় হলো স্কুল জীবন, এই সময় গুরুত্ব দিয়ে পড়াশোনা করলে, জীবনের কোথাও আটকাবে না।

মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মো. নূরে আলম নীরব বলেন, শিক্ষকদের পাঠ দানে যত্নবান হওয়ার তাগিদ দেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগেই দেশ এগিয়ে যাবে। শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করার উদ্দেশ্যে এই আয়োজন।মোহাম্মদপুর জোনের ১৫টি কলেজ ও ১০টি স্কুলে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা হচ্ছে জাতির ভবিষ্যৎ, এদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে। ফাইনাল রাউন্ডে ১৫টি কলেজ ও ১০টি স্কুলের মধ্যে কুইজের মাধ্যমে সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠান নির্বাচিত করা হবে।

জেএইচ/জেআইএম

Read Entire Article