সাম্য হত্যার বিচার চেয়ে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ

3 months ago 16

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল।

বুধবার (১৪ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন বেরোবি শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মণ্ডল ও আহ্বায়ক আল আমিন।

হত্যার বিচার চেয়ে ছাত্রদল নেতারা বলেন, যে ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারেন না তার আমরা পদত্যাগ চাই।

এসময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মণ্ডল বলেন, জুলাই বিপ্লবে অনেক মায়ের কোল খালি হয়েছে। তাই গণঅভ্যুত্থান পরবর্তীতে আর কোনো মায়ের কোল খালি যেন না হয়। সাম্য হত্যার সঙ্গে জড়িত সবাকে আইনের আওতায় আনতে হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, ফ্যাসিস্ট কায়দায় আমাদের সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

ফারহান সাদিক সাজু/জেডএইচ/জিকেএস

Read Entire Article