ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২৪ মে) আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
এসময় পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো বিশ্লেষণ করছেন তারা। একইসঙ্গে কিছু কিছু বিষয়ে আরও স্বচ্ছতার জন্য আসামিদের পুনরায় তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শিগগির হত্যার কারণ উদঘাটন ও আসামিদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, সাম্য হত্যার পরপরই এর সুষ্ঠু বিচার নিশ্চিত ও ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সচেষ্ট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ সংশ্লিষ্টদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছেন।
গত ১৩ মে দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির সংলগ্ন স্থানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২৫তম ব্যাচের শিক্ষার্থী এ এফ রহমান হলের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য।
এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে ছয়জনকে গ্রেফতার করেছে।
এফএআর/জেএইচ/জেআইএম

5 months ago
11









English (US) ·