সার কেলেঙ্কারির পোটনের রিমান্ডসহ নতুন মামলায় গ্রেপ্তার ৯ হেভিওয়েট

4 hours ago 4
রাজধানীর পল্টন মডেল থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় নরসিংদীর সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও নিউমার্কেট থানার একাধিক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদ সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনসহ ৯ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর সাবেক এমপি কামাল আশরাফ খানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া এদিন আদালতে তোলা বাকি ৮ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ যাত্রাবাড়ী থানার জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিউমার্কেট থানার শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় জুনাইদ আহমেদ পলককে এবং মোহাম্মদপুর থানাধীন শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এ ছাড়া মোহাম্মদপুর থানার আরেক মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আসামিরা আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিল। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে তাদের ভূমিকা রয়েছে।
Read Entire Article