সার লুটে কৃষি কর্মকর্তাসহ ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

3 weeks ago 21

লালমনিরহাটের হাতীবান্ধায় পিকআপভ্যান থামিয়ে ৫৩ বস্তা সার লুটের ঘটনায় দুই ছাত্রদলের নেতা ও কৃষি কর্মকর্তাসহ ১৮ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন মামলার বাদী এসআই আব্দুল্লাহ আল মামুন।

মামলার অন্যতম আসামিরা হলেন- উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সবুজ, একই এলাকার ছাত্রদল কর্মী শরিফুল ইসলাম সবুজ ও পাটগ্রাম উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুজ্জোহা খন্দকার সেবিন প্রমুখ।

জানা গেছে, পার্শ্ববতী পাটগ্রাম উপজেলার থানা পাড়া এলাকার আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার শাহজাহান নামে এক সার ব্যবসায়ীর কাছে অবৈধভাবে ৮০ বস্তা বিভিন্ন সার বিক্রি করেন। গত সোমবার সেই সারগুলো নিয়ে একটি পিকআপযোগে পাটগ্রাম থেকে কালীগঞ্জ যাওয়ার পথে হাতীবান্ধার বড়খাতা দোয়ানী মোড় এলাকায় রাশেদুল ইসলাম সবুজ ও শরিফুল ইসলাম সবুজসহ আরও কয়েকজন গাড়ি থেকে ৫৩ বস্তা সার লুট করে নিয়ে যায়। 

পরে পুলিশ খবর পেয়ে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। সেই অভিযানে ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক রাশেদুল ইসলাম সবুজের বাড়ি থেকে ১১ বস্তা ও তার দেওয়া তথ্যমতে অন্য স্থান থেকে আরও ৩৬ বস্তাসহ মোট ৪৭ বস্তা সার উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সবুজ ও ছাত্রদল কর্মী শরিফুল ইসলাম সবুজকে বহিষ্কার করে লালমনিরহাট জেলা ছাত্রদল। 

এদিকে এ ঘটনায় এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সবুজ, ছাত্রদল কর্মী শরিফুল ইসলাম সবুজ ও পাটগ্রাম উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুজ্জোহা খন্দকার সেবিনসহ ১৮ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী কালবেলাকে বলেন, ৫৩ বস্তা সার লুটের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা করা হচ্ছে।

পাটগ্রাম উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুজ্জোহা খন্দকার সেবিন কালবেলাকে বলেন, আমার বিরুদ্ধে মামলা হয়েছে শুনেছি। তবে আমি এ ঘটনায় জড়িত নই।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফ্ফার কালবেলাকে বলেন, সেবিনের বিরুদ্ধে মামলার বিষয়টি শুনেছি। তবে পুলিশ এখনো কোনো কিছু জানায়নি।

Read Entire Article