সারজিস আলমের দাদার দাফন সম্পন্ন

2 days ago 7

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের দাদার দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখল দেবীহাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সারজিস আলমের পরিবারের সদস্যসহ এক হাজারের বেশি মানুষ অংশ নেন।

দাদার স্মৃতিচারণ করে সারজিস বলেন, দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নই। আমরা ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরি করি। কিন্তু দিন শেষে সেই বিষয়ও আর থাকে না। কয়েক গজ কাপড় আর কয়েক হাত মাটির নিচেই যেতে হবে।

এসময় তিনি তার দাদার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সী সারজিস আলমের দাদা মারা যান।

সফিকুল আলম/জেডএইচ/এমএস

Read Entire Article