সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২
গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ঘটনায় আরও ৬২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় আরও ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মোট গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৬৬২ জন। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে রাজধানীর মোহাম্মদপুরে গাড়ি থেকে চাঁদা তোলার সময় সাইফুল ইসলাম (৩৫) নামে এক চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় সাইফুল বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। কেউ টাকা না দিলে তাদের মারধর করা হতো। এ বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ সময় তার কাছ থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত আরও কয়েকজনের তথ্য পাওয়া যায়। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।