সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় এক হাজার ৫৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে এক হাজার ২৯ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।
শনিবার (২১ জুন) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫২৭ জন। মোট এক হাজার ৫৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে চাইনিজ রাইফেল কার্তুজ ৫টি, ছুরি একটি, লোহার হাতুড়ি একটি, দেশীয় অস্ত্র দুটি, মোবাইল সেট চারটি, দেশীয় তৈরি ওয়ান শুটারগান দুটি, ১২ বোর কার্তুজ একটি, দা ৩টি, লোহার তৈরি ছোরা দুটি, থ্রি নট থ্রি রাইফেলের গুলি তিনটি, থ্রি নট থ্রি রাইফেলের গুলোর এমটি কার্টিজ (খোসা) একটি, বার্মিজ চাকু একটি, শর্টগানের তাজা গুলি ৯টি, গুলির খোসা ৪টি উদ্ধার করা হয়েছে।
বিশেষ এ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।
কেআর/এমএএইচ/জিকেএস