সারাদেশে হবে হাইকোর্টের স্থায়ী আসন, আপিল বিভাগ রাজধানীতেই

2 hours ago 6

উচ্চ আদালত বিকেন্দ্রীকরণ করে দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ার সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন প্রবর্তনের সুপারিশ করেছে সংবস্কার কমিশন। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রাজধানীতেই থাকবে।

বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া সংস্কারের সুপারিশসংবলিত প্রতিবেদনে এমন প্রস্তাব করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন এ প্রতিবেদন জমা দিয়েছে।

এছাড়া দেশের প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে সংবিধানে একটি বিধান অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলেও মত দিয়েছে কমিশন। এছাড়াও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন (জুডিশিয়াল অ্যাপয়েনমেন্টস কমিশন) গঠন করার প্রস্তাব করা হয়েছে।

কমিশনের সুপারিশে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল থাকবে। তদন্ত ও অনুসন্ধানের জন্য অভিযোগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রেরণের ক্ষমতা রাষ্ট্রপ্রধানের পাশাপাশি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, এনসিসি)-এর থাকবে। কমিশন বিচার বিভাগকে পূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদানের সুপারিশ করেছে।

এফএইচ/এমএইচআর/জিকেএস

Read Entire Article