সার্ক সাংবাদিক ফোরাম আমিরাতের উদ্যোগে আলোচনাসভা

2 weeks ago 9
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর পথ চলার ৪০ বছর পূর্তি উপলক্ষে সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ উপমহাদেশের ৮টি দেশের মধ্যে আর্থিক, সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক নামের এই সংগঠনের পথ চলা শুরু হয়। এই সংগঠনের মাধ্যমেই বাংলাদেশ ভারতের পানি চুক্তিসহ মালদ্বীপ ও মায়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে বাংলাদেশ আরও এগিয়ে গেছে। আলোচনাসভায় সংগঠনের সভাপতি এম সামসুর রহমান সোহেল (আরবি)’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুন্না খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব আরব আমিরাতের সাবেক সভাপতি মোহাম্মদ শিবলি আল সাদিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিরাজুল হক, দিপ্ত টিভি প্রতিনিধি, মাহবুব হাসান হৃদয়, প্রবাসী সাংবাদিক সমিতি প্রসাস সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সি প্লাস প্রতিনিধি সঞ্জিত কুমার শীল, দৈনিক পূর্বকোন প্রতিনিধি মোহাম্মদ নাসিম উদ্দিন আকাশ, স্বদেশ বিচিত্রা’র নিজস্ব প্রতিনিধি সাগর চন্দ্র স্বপন, বায়ান্ন টিভির প্রতিনিধি ওবাইদুল হক মানিক, কিউটিভির প্রতিনিধি মোহাম্মদ সারোয়ার উদ্দিন রনি, সংবাদ প্রতিদিন প্রতিনিধি এম রিদওয়ান, বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ ইসলাম, বিশিষ্ট মোহাম্মদ সজিব, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
Read Entire Article