‘কী কই বাহে! হামার দুশ্চিন্তায় শেষ নেই। সার্কাস ও যাত্রাপালা বন্ধ হওয়ায় আয়-রোজগার নাই। বর্তমানে হামার সংসার চালানি কষ্ট হয়া গেছে। ভাত আছে তো তরকারি নাই। একবেলা খাই তো আরেকবেলা না খায়া থাকা নাগে’।
চোখ মুছতে মুছতে এভাবেই কথাগুলো বলছিলেন সার্কাস ও যাত্রাপালার অভিনয়শিল্পী প্রতিবন্ধী শাহজাহান আলী (৫২)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের সীমান্তঘেষা কুটিচন্দ্রখানা গ্রামের আকবর... বিস্তারিত