গত ফেব্রুয়ারিতে বয়স ছুঁয়েছে ৪০। তবু মাঠে নামলেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে মনে হয়, এখনো যেন ২৫ বছরের টগবগে স্ট্রাইকার! পায়ের জোরে ছুটে চলেন এমন গতিতে যে ২০–২২ বছরের তরুণরাও পিছিয়ে পড়ে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা মজার ছলে লিখেছে, ‘রোনালদোর বয়সও নাকি সূক্ষ্ম ওয়াইনের মতো— যত পুরোনো, ততই উজ্জ্বল!’
প্রশ্ন জাগে, ৪০ বছর বয়সেও এ রকম টানটান তারুণ্য কীভাবে সম্ভব? জীবনভর... বিস্তারিত