সার্বিয়াকে বিদায় করে শেষ ষোলোয় ডেনমার্ক

3 months ago 39

শেষ ষোলোয় যেতে হলে এই ম্যাচে জিততেই হতো সার্বিয়াকে। অন্যদিকে ড্র করলেও ডেনমার্কের সামনে সেরা তৃতীয় দলের একটা হয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে, এমন সমীকরণকে সামনে নিয়ে খেলতে নেমে জয় পায়নি কোনো দলই।

গোলশূন্য ড্র-তে ইউরো যাত্রা এখানেই থামাতে হলো সার্বিয়াকে। আর ডেনমার্ক ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে যাত্রা নিশ্চিত করলো। শেষ ষোলোতে জার্মানির মুখোমুুখি হবে ডেনিশরা।

ম্যাচের ১৬ মিনিটে আলেক্সান্ডার বাহ হেড নিলে চলে যায় সার্বিয়ার গোলবারের উপর দিয়ে। ২২ মিনিটে ডেনমার্কের এরিকসনের শিট তালুবন্দি করেন সার্বিয়ান গোলরক্ষক।

৩২ মিনিটে হাল্যান্ডের শট রুখে দেন সার্বিয়ান গোলরক্ষক। প্রথমার্ধে ৬০ শতাংশ বল নিজেদের দখলে রেখে বিরতিতে যায় ডেনমার্ক।

বিরতি থেকে ফিরে আবারও আক্রমণ বাড়ায় ডেনমার্ক। কিন্তু গোলের তেমন সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দুসান ভ্লাহোভিচের হেড গোলবারের বাইরে চলে গেলে জয়বঞ্চিত হয় সার্বিয়া। এক পয়েন্ট নিয়েই দুই দলকে সন্তুষ্ট থাকতে হয়।

আরআর/এমএইচ/

Read Entire Article