সার্ভার জটিলতা কাটিয়ে হিলি দিয়ে পণ্য আমদানি শুরু

3 months ago 9

ভারতীয় কাস্টমসের সার্ভার জটিলতায় একদিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্য শুরু হয়েছে।

সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী একটি ট্রাক প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমুল হোসেন বলেন, ভারতের সার্ভার জটিলতায় ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। সোমবার প্রায় ৫৬টির মতো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের কথা রয়েছে।

এর আগে ঈদের টানা ১০ দিনের ছুটি শেষে রোববার হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হলেও সার্ভার জটিলতায় আমদানি হয়নি ভারতীয় কোনো পণ্য।

মাহাবুর রহমান/এফএ/জিকেএস

Read Entire Article