সালথায় বিএনপিতে যোগ দিলেন আ'লীগের প্রভাবশালী ৫ নেতা
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী পাঁচ নেতা। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলা মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মারফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা। এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন আওয়ামী লীগের ওই পাঁচ নেতা। পদত্যাগের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদান করা নেতারা হলেন, উপজেলার মাঝারাদিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আফসার উদ্দিন মাতুব্বর, মাঝারদিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. এসকেন মাতুব্বর, ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ফরিদ মোল্যা, ২ নম্বর ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি ইসহাক মাতুব্বর ও উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. বছির মাতুব্বর। এসব নেতাদের সঙ্গে সহস্রাধিক আ.লীগের কর্মী সমর্থকও বিএনপিতে যোগদান করেন। সংবাদ সম্মেলন
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী পাঁচ নেতা।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলা মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মারফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা। এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন আওয়ামী লীগের ওই পাঁচ নেতা।
পদত্যাগের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদান করা নেতারা হলেন, উপজেলার মাঝারাদিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আফসার উদ্দিন মাতুব্বর, মাঝারদিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. এসকেন মাতুব্বর, ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ফরিদ মোল্যা, ২ নম্বর ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি ইসহাক মাতুব্বর ও উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. বছির মাতুব্বর। এসব নেতাদের সঙ্গে সহস্রাধিক আ.লীগের কর্মী সমর্থকও বিএনপিতে যোগদান করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. বছির মাতুব্বর । তিনি বলেন, মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আফসার উদ্দিন মাতুব্বরের নেতৃত্বে আজ থেকে আমরা সবাই একযোগে আওয়ামী লীগের সকল পদপদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। আজকে থেকে আমরা সবাই বিএনপিতে যোগদান করলাম।
এক প্রশ্নের জবাবে পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা বলেন, কোনো ধরণের চাপের মুখে আমরা পদত্যাগ করছি না। আমার নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি। এলাকার উন্নয়নের স্বার্থে এখন থেকে আমরা বিএনপি নেত্রীর শামা ওবায়েদ ইসলাম রিংকুর সাথে কাজ করে যাবো। আমরা ইতিমধ্যে আমাদের লিখিত পদত্যাগ সংশ্লিষ্ট কমিটির কাছে জমা দিয়েছি।
এসময় দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, বিএনপি নেতা শাহিদুজ্জামান সাহিদ, হাবিবুর রহমান লাবলু, আনোয়ার হোসেন মিয়া, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, মো. ইমরান হোসেন প্রমুখ।
What's Your Reaction?