সালমান-ধোনি-ধিলনের থ্রোব্যাক ছবি ভাইরাল, উচ্ছ্বসিত ভক্তরা

বলিউড তারকা সালমান খান, ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি ও জনপ্রিয় গায়ক এপি ধিলন- এই তিন তারকাকে এক ফ্রেমে দেখা গেল এক বিরল থ্রোব্যাক ছবিতে। সালমান খানের ৬০তম জন্মদিনের আগেই ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তাঁর ভগ্নিপতি আতুল অগ্নিহোত্রী। মুম্বাইয়ের কাছে পানভেলের ফার্মহাউসে তোলা ছবিতে দেখা যায়, তিনজনই কাদামাখা অবস্থায় দাঁড়িয়ে আছেন। জানা গেছে, একটি এটিভি (অল-টেরেন ভেহিকল) রাইডে অংশ নেওয়ার পর ছবিটি তোলা হয়। অনানুষ্ঠানিক এই মুহূর্তটি দ্রুত ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে ডান পাশে সালমান খান, বাম পাশে এমএস ধোনি এবং মাঝখানে এপি ধিলনকে দেখা যায়। ভক্তরা মন্তব্যে লাল হৃদয় ও আগুনের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। অনেকেই লিখেছেন, “এক ফ্রেমে সালমান ও ধোনি—এটাই লেজেন্ডারি।” সালমান খানের পানভেল ফার্মহাউস তার ব্যক্তিগত আড্ডা ও ঘনিষ্ঠ জমায়েতের জন্য পরিচিত। খেলাধুলা, সংগীত ও সিনেমা জগতের তারকাদের এমন স্বতঃস্ফূর্ত মুহূর্ত ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

সালমান-ধোনি-ধিলনের থ্রোব্যাক ছবি ভাইরাল, উচ্ছ্বসিত ভক্তরা

বলিউড তারকা সালমান খান, ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি ও জনপ্রিয় গায়ক এপি ধিলন- এই তিন তারকাকে এক ফ্রেমে দেখা গেল এক বিরল থ্রোব্যাক ছবিতে। সালমান খানের ৬০তম জন্মদিনের আগেই ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তাঁর ভগ্নিপতি আতুল অগ্নিহোত্রী।

মুম্বাইয়ের কাছে পানভেলের ফার্মহাউসে তোলা ছবিতে দেখা যায়, তিনজনই কাদামাখা অবস্থায় দাঁড়িয়ে আছেন। জানা গেছে, একটি এটিভি (অল-টেরেন ভেহিকল) রাইডে অংশ নেওয়ার পর ছবিটি তোলা হয়। অনানুষ্ঠানিক এই মুহূর্তটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে ডান পাশে সালমান খান, বাম পাশে এমএস ধোনি এবং মাঝখানে এপি ধিলনকে দেখা যায়। ভক্তরা মন্তব্যে লাল হৃদয় ও আগুনের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন পোস্টটি। অনেকেই লিখেছেন, “এক ফ্রেমে সালমান ও ধোনি—এটাই লেজেন্ডারি।”

সালমান খানের পানভেল ফার্মহাউস তার ব্যক্তিগত আড্ডা ও ঘনিষ্ঠ জমায়েতের জন্য পরিচিত। খেলাধুলা, সংগীত ও সিনেমা জগতের তারকাদের এমন স্বতঃস্ফূর্ত মুহূর্ত ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow