সালিশে যাওয়ার পথে বিএনপি নেতা নিহত
ফেনীর পরশুরামে স্থানীয় একটি সালিশে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পরশুরাম-সুবার বাজার সড়কের কাউতলী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ হোসেন (৫৮) উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের সাদেক মজুমদারের ছেলে। তিনি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নিজ কালিকাপুর গ্রামে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ৪ জন আহত হয়। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা সদরে সন্ধ্যায় একটি সালিশ বৈঠকে উদ্যোগ নেওয়া হয়। সালিশে যোগ দিতে স্থানীয় বিএনপি নেতা পারভেজ মজুমদার ও হারুন মোটরসাইকেলে নিজকালিকাপুর থেকে পরশুরামের উদ্দেশ্যে রওনা দেন। সুবার বাজার-পরশুরাম সড়কের কাউতলী রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনীর ২৫০ শয্যা জেনারে
ফেনীর পরশুরামে স্থানীয় একটি সালিশে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পরশুরাম-সুবার বাজার সড়কের কাউতলী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ হোসেন (৫৮) উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের সাদেক মজুমদারের ছেলে। তিনি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নিজ কালিকাপুর গ্রামে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ৪ জন আহত হয়। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা সদরে সন্ধ্যায় একটি সালিশ বৈঠকে উদ্যোগ নেওয়া হয়। সালিশে যোগ দিতে স্থানীয় বিএনপি নেতা পারভেজ মজুমদার ও হারুন মোটরসাইকেলে নিজকালিকাপুর থেকে পরশুরামের উদ্দেশ্যে রওনা দেন। সুবার বাজার-পরশুরাম সড়কের কাউতলী রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পারভেজের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।
নুরুল করিম নামের স্থানীয় এক বাসিন্দা জানান, নিজকালিকাপুর গ্রামে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপুরে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা নেতৃবৃন্দের উদ্যোগে উপজেলা সদরের একটি শালিশ বৈঠক আহ্বান করা হয়। সালিশে যোগ দেওয়ার উদ্দেশ্যে বিএনপি নেতা পারভেজ ও হারুন মোটরসাইকেলে করে পরশুরামের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় দুর্ঘটনায় দুজনে আহত হলে পারভেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়। তাদের মধ্যে পারভেজ নামের একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছ।
What's Your Reaction?