সাহরি না খেলে নফল রোজা হবে কি?

3 hours ago 4

প্রশ্ন: সাহরি না খেলে নফল রোজা হবে কি? নফল রোজা রাখার জন্য কি সাহরি খাওয়া বাধ্যতামূলক?

উত্তর: নফল বা ফরজ কোনো রোজার জন্যই সাহরি খাওয়া বাধ্যতামূলক নয়। ফরজ রোজার জন্য যেমন সাহরি খাওয়া সুন্নত, নফল রোজার জন্যও সাহরি খাওয়া সুন্নত, ফরজ বা ওয়াজিব নয়। তাই ঘুম না ভাঙার কারণে বা ইচ্ছাকৃত সাহরি না খেলেও নফল রোজা হবে।

কেউ যদি রাতে নফল রোজা রাখার নিয়ত করে ঘুমায়, সকালে সুবহে সাদিকের পর ঘুম থেকে ওঠে, তাহলেও তার ওই রোজা শুদ্ধ হবে। রাতে নিয়ত করে না ঘুমালে সুবহে সাদিকের পর ঘুম থেকে উঠে নিয়ত করলেও নফল রোজা শুদ্ধ হবে।

নফল রোজার নিয়ত দিনের বেলা মধ্য আকাশ থেকে সূর্য পশ্চিমে ঢলার দেড় ঘণ্টা পূর্ব পর্যন্ত করা যায়। শর্ত হলো, সুবহে সাদিকের পর থেকে নিয়তের পূর্ব পর্যন্ত রোজার পরিপন্থী কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। সুবহে সাদিকের পর রোজার পরিপন্থী কোনো কাজ করলে অর্থাৎ কিছু খেলে, পান করলে বা রোজা ভেঙে যায় এমন কিছু করলে আর রোজার নিয়ত করার সুযোগ থাকবে না।

সাহরি খাওয়া যেহেতু নবীজির (সা.) সুন্নত, তাই সুযোগ পেলে সাহরি খাওয়া উচিত। নবীজি (সা.) নিজে সাহরি খেতেন এবং তার সাহাবিদেরও সাহরি খেতে উৎসাহ দিতেন।

আনাস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, আপনারা সাহরি খান; সাহরিতে বরকত আছে। (সহিহ মুসলিম)

ইরবায ইবনে সারিয়াহ (রা.) বলেন, রমজানে একদিন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) আমাকে সাহরি খেতে ডাকলেন; বললেন, বরকতময় খাবার খেতে আসুন। (মুসনাদে আহমদ)

সাহরি খাওয়াকে মুসলমানদের বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করে নবীজি (সা.) বলেছেন, আমাদের রোজা ও আহলে কিতাব বা পূর্ববর্তী আসমানি কিতাবের অনুসারীদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহরি খাওয়া। (সহিহ মুসলিম)

আরেকটি বর্ণনায় নবীজি (সা.) বলেছেন, সাহরি খাওয়া বরকতপূর্ণ কাজ। সুতরাং আপনারা তা পরিত্যাগ করবেন না। এক ঢোক পানি দিয়ে হলেও সাহরি করুন। যারা সাহরি খায় আল্লাহ তাআলা তাদের ওপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। (মুসনাদে আহমদ)

তাই নবীজির (সা.) অনুসরণ ও বরকত লাভের নিয়তে সাহরি খেয়েই রোজা রাখার চেষ্টা করা উচিত। সাহরির বরকত লাভ করার জন্য অনেক বেশি খাবার খাওয়া জরুরি নয় যেমন উল্লিখিত একটি হাদিসে নবীজি (সা.) বলেছেন। শুধু এক গ্লাস পানি, দুটি খেজুর, কয়েকটি বাদাম অথবা কয়েকটি কিশমিশ খেয়েও সাহরির বরকত লাভ করা যেতে পারে।

ওএফএফ

Read Entire Article