সাড়ে ১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চালু

2 hours ago 4

সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি।

এর আগে, ঘন কুয়াশার কারণে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১২টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশার তীব্রতায় নদীতে দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।

ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়ে, ফলে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি দেখা যায়।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের (এজিএম) মো. সালাম হোসেন  জানান, সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। বর্তমানে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর যানবাহনের চাপ থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে ঘাট সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম প্রধান নৌপথ। তাই এ রুটে ফেরি চলাচল ব্যাহত হলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও যানবাহন চালকদের।

Read Entire Article