সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি
হারানো রাজত্ব পুনরুদ্ধার করলেন বিরাট কোহলি। দীর্ঘ সাড়ে ৪ বছরের বেশি সময় পর ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আবার ১ নম্বর স্থানটি দখল করলেন ভারতের এই ক্রিকেটার। চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গত শনিবার ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। আর তাতেই সর্বশেষ প্রকাশিত আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি নিজের করে নেন কোহলি। চার বছর ৬ মাস ২ দিন পর নিজের হারানো সিংহাসন ফিরে পেলেন ভারতীয় ক্রিকেটের এই পোস্টার বয়। ২০২১ সালের জুলাইয়ের পর প্রথমবার আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ভারতীয় এই তারকা। বয়সে সাঁইত্রিশকেও ছাড়িয়ে গেছেন কোহলি। কিন্তু ব্যাট হাতে এখনো দুর্দান্ত ছন্দে রয়েছেন এই তারকা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নামার আগে তার সর্বশেষ ৫ ইনিংসে সর্বনিম্ন রান অপরাজিত ৬৫। যার মধ্যে রয়েছে দুটি শতরানের দারুণ ইনিংস। যথাক্রমে ১৩১ এবং ১০২। এছাড়া বাকি দুটি ইনিংস যথাক্রমে ৯৩ এবং ৭৭। ব্যাট হাতে এমন দারুণ ছন্দে থাকার পুরস্কার হিসেবেই যেন এবার পুরস্কার পেলেন কোহলি। ভারতীয় ক্রিকেটের এই তারকা ব্যাটার প্রথমবার শীর্ষে উঠে
হারানো রাজত্ব পুনরুদ্ধার করলেন বিরাট কোহলি। দীর্ঘ সাড়ে ৪ বছরের বেশি সময় পর ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আবার ১ নম্বর স্থানটি দখল করলেন ভারতের এই ক্রিকেটার। চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গত শনিবার ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। আর তাতেই সর্বশেষ প্রকাশিত আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি নিজের করে নেন কোহলি।
চার বছর ৬ মাস ২ দিন পর নিজের হারানো সিংহাসন ফিরে পেলেন ভারতীয় ক্রিকেটের এই পোস্টার বয়। ২০২১ সালের জুলাইয়ের পর প্রথমবার আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ভারতীয় এই তারকা।
বয়সে সাঁইত্রিশকেও ছাড়িয়ে গেছেন কোহলি। কিন্তু ব্যাট হাতে এখনো দুর্দান্ত ছন্দে রয়েছেন এই তারকা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নামার আগে তার সর্বশেষ ৫ ইনিংসে সর্বনিম্ন রান অপরাজিত ৬৫। যার মধ্যে রয়েছে দুটি শতরানের দারুণ ইনিংস। যথাক্রমে ১৩১ এবং ১০২। এছাড়া বাকি দুটি ইনিংস যথাক্রমে ৯৩ এবং ৭৭। ব্যাট হাতে এমন দারুণ ছন্দে থাকার পুরস্কার হিসেবেই যেন এবার পুরস্কার পেলেন কোহলি। ভারতীয় ক্রিকেটের এই তারকা ব্যাটার প্রথমবার শীর্ষে উঠেছিলেন ২০১৩ সালের অক্টোবরে।
এবারসহ মোট ১১ বার শীর্ষে উঠার বিস্ময়কর কীর্তি গড়লেন তিনি। আজকের দিনসহ মোট ৮২৫ দিন শীর্ষে থাকার রেকর্ড গড়লেন কিং কোহলি। ভারতীয়দের মধ্যে যা সর্বোচ্চ। সব মিলিয়ে দশম। ওয়ানডে ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে ব্যাটসম্যানের সর্বোচ্চ বেশিদিন র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার রেকর্ড কিংবদন্তি ভিভ রিচার্ডসের। ২৩০৬ দিন শীর্ষস্থান দখল করে রেখেছিলেন তিনি।
বুধবার (১৪ জানুয়ারি) প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে কোহলির পরেই রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। কোহলির রেটিং পয়েন্ট যেখানে ৭৮৫, সেখানে মিচেলের ৭৮৪। এরপর ৭৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছেন কোহলিরই স্বদেশী সতীর্থ রোহিত শর্মা। বোলারদের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই। আফগান অলরাউন্ডার রশিদ খান শীর্ষ স্থান ধরে রেখেছেন। টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটারের। সাত ধাপ এগিয়ে ট্রাভিস হেড উঠে এসেছেন টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে। শেষ অ্যাশেজ টেস্টে প্রথম টেস্ট সেঞ্চুরি করে বেথেল ২৫ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২ নম্বরে উঠেছেন। তার সঙ্গী নিউজিল্যান্ডের টম ব্লান্ডেল। মাইকেল নেসার বোলিংয়ে সাত ধাপ এগিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ৪৭ নম্বরে উঠেছেন।
তিন ধাপ এগিয়ে টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদানের কারণে সাহেবজাদা ফারহান এক ধাপ এগিয়ে টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠেছেন। পাকিস্তান অধিনায়ক সালমান আগাও ১৩ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৪১ নম্বরে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষ স্থান দখল করেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এক ধাপ পিছিয়ে দুইয়ে নেমে গেছেন সাইম আইয়ুব।
What's Your Reaction?