সায়েদাবাদ পানি শোধনাগারের ১৫১৩ কোটি টাকা ব্যয় অনুমোদন

12 hours ago 7

স্থানীয় সরকার বিভাগের অধীন সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ট্রিটেড ওয়াটার প্রাইমারি ডিস্ট্রিবিউশন পাইপলাইনস স্থাপনের ২টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ২ প্রকল্পে মোট ব্যয় হবে ১ হাজার ৫১৩ কোটি ২৪ লাখ ১১ হাজার ৯২২ টাকা।
 
মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
 
বৈঠক সূত্রে জানা গেছে, সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প ফেজ-৩ -এর আওতায় কমম্পোনেন্ট-৩.১ ট্রিটেড ওয়াটার প্রাইমারি ডিস্ট্রিবিউশন পাইপলাইনস স্থাপনের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। 
 
প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে ২টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি'র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কো. লি. প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১ হাজার ৩৯ কোটি ৫৫ লাখ ১২ হাজার ৪৪৭ টাকা।
 
একই প্রকল্পের আওতায় কম্পোনেন্ট-৩.২ ট্রিটেড ওয়াটার প্রাইমারি ডিস্ট্রিবিউশন পাইপলাইনস স্থাপনের পূর্ত কাজ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে ৫টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে ২টি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়।
 
দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি'র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে হুবেই ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন গ্রুপ কো. লি. (এইচআইসিসি) এবং এসআর করপোরেশন (এসআরসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৪৭৩ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ৪৬৪ টাকা।
 
এমএএস/এমএইচআর

Read Entire Article