সায়েন্সল্যাবে ঢাবির বাস ভাঙচুর, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ডাকসু
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘অর্জন’ নামে একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে ২ শিক্ষার্থী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, অবরোধ চলাকালে একটি বাস আটকে পড়লে বাসে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পেছন দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে বাসের কাচ ভেঙে যায়। এতে কয়েকজন আহত হন। ভাঙচুরে বাসটির বাইরের অংশও ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, ‘বাস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ায় দুটি জানালার কাচ ভেঙেছে। বাসের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা বিকল্প রুট ঠিক করার পরিকল্পনা কর
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘অর্জন’ নামে একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে ২ শিক্ষার্থী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, অবরোধ চলাকালে একটি বাস আটকে পড়লে বাসে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পেছন দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে বাসের কাচ ভেঙে যায়। এতে কয়েকজন আহত হন। ভাঙচুরে বাসটির বাইরের অংশও ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, ‘বাস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ায় দুটি জানালার কাচ ভেঙেছে। বাসের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা বিকল্প রুট ঠিক করার পরিকল্পনা করছি।’
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘বাসের পেছনের গ্লাস পুরো ভেঙে গেছে। দরজা ও বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ২০-২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এখন নিজেদের খরচে এটি মেরামত করা হবে।’
এ বিষয়ে ডাকসুর কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহীন জানান, ইতোমধ্যে প্রক্টর ও পুলিশ-প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারী এবং তাদের উসকানিদাতাদের আইনের আওনায় নিয়ে আসতে হবে।